Searched over 21.6 Million titles in 0.38 seconds
Please wait while the eBook Finder searches for your request. Searching through the full text of 2,850,000 books. Full Text searches may take up to 1 min.
কবি শফিকুল ইসলামের কাব্যগ্রন্থ 'একটি আকাশ ও অনেক বৃষ্টি' । কবিতার আকাশকে কবি ভরিয়ে তুলেছেন অনেক বৃষ্টি ছন্দের মোহময়তায়। এ কাব্যের প্রতিটি কবিতাই সুখপাঠ্য ও সহজবোধ্য । শ্বাশত প্রেমের অপর পিঠে থাকে বিরহের দীর্ঘশ্বাস । এই বিরহ ও প্রেমকে কবি তার কবিতায় গ্রথিত করেছেন শৈল্পিক নিপুণতায়। প্রেমিক বিদগ্ধ হৃদয়ের উৎসারিত সুধা তাই বারবার উঠে এসেছে তাঁর সকল কবিতায়। এটি কবি শফিকুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। মোট চৌষট্টিটি কবিতার সমণ্বয়ে কাব্যগ্রন্থটি সমৃদ্ধ হয়েছে। এ গ্রন্থের সব কবিতার মাঝেই গভীর বিরহ বেদনার সুর অন্তর্নিহিত আছে । বেদনার বিমূর্ত আবেদনের স্পর্শে এবং কবির শৈল্পিক প্রকাশের নৈপুণ্যে প্রতিটি কবিতাই হয়ে উঠেছে অনবদ্য।...
কাব্যমনস্ক বিবেকী সত্তার মানুষ, সত্য সাধনায় অসংকোচ প্রকাশের দুরন্ত সাহসের নির্ভীক ব্যক্তিত্ব শফিকুল ইসলাম। আলোচিতব্য কাব্যগ্রন্থ ‘প্রত্যয়ী যাত্রা’ তারই সাম্প্রতিক প্রয়াস। কবি শফিকুল ইসলাম শুধু কবি নন, তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার। তার কাব্য প্রতিভা আর গীতিকার সত্তার সংমিশ্রণ ঘটিয়ে সুরেলা ছন্দে রচিত প্রত্যয়ী যাত্রা গ্রন্থটি প্রাঞ্জল ভাষার এক অনবদ্য সৃষ্টি। আলোচ্য প্রত্যয়ী যাত্রা গ্রন্থে অনলবর্ষী শব্দে রচিত সর্বমোট তেত্রিশটি সাবলীল কবিতা স্থান পেয়েছে। কবিতাগুলো গীতিকবিতার আঙ্গিকে রচিত বিধায় প্রত্যয়ী যাত্রা গ্রন্থটি মূলতঃ অধিকার বঞ্চিত মেহনতী মানুষের গীতাঞ্জলী। [ প্রকাশক- মিজান পাবলিশার্স, ৩৮/৪ বাংলাবাজার, ঢাকা-১১০০। ফোন- ৯৫১২৯৪৬, ৭১১১৪৩৬। মোবাইল- ০১৫৫২৩৯১৩৪১]এছাড়া www.rokomari.com থেকে অনলাইনে সরাসরি বইটি সংগ্রহ করা যাবে।...
কবি শফিকুল ইসলামের চিন্তা চেতনা বা দর্শন অনেকটাই এদেশের সাধারণ মানুষদের নিয়ে। যাদের অধিকাংশই মেহনতী শ্রমজীবী। যাদেরকে খেটে খাওয়া, সর্বহারা, সামাজিক বঞ্চিত মানব শ্রেণীকে বুঝায়। নজরুল রবীন্দ্রসহ অন্যান্য (সুকান্ত ব্যতিত) যে সকল কবি সামাজিক শোষণ, নির্যাতনের উপর কবিতা লিখেছেন তাদের সাথে কবি শফিকুল ইসলামের পার্থক্য হল প্রথমতঃ তারা কেউই যথাযথভাবে শ্রেণী-সচেতন ছিলেন না। কেউই শোষিত জনতার সাথে সর্বাত্মকভাবে একাত্মতা বোধ করেননি। তাদের সামগ্রিক সৃষ্টি কর্মের মধ্যে এটা ক্ষুদ্র অংশের ন্যায় ছিল। কবি শফিকুল ইসলাম এ ক্ষেত্রে সকল রাজনৈতিক মতবাদের উর্ধ্বে মানবিক মতবাদের বাণী প্রচার করেছেন। সময়ের সকল দাবীর বলয়ে তার এই দর্শন, চিন্তা অনেকটাই অগ্নিস্ফুরণ।...
‘তবুও বৃষ্টি আসুক’ কবি শফিকুল ইসলামের অনন্য কাব্যগ্রন্থ। গ্রন্থটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। ভাষা বর্ণনা প্রাঞ্জল এবং তীব্র নির্বাচনী। ‘তবুও বৃষ্টি আসুক’ গ্রন্থে মোট ৪১ টি কবিতা রচিত হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত এ গ্রন্থ পাঠ করে মন অনাবিল তৃপ্তিতে ভরে যায়। [প্রাপ্তিস্থান– আগামী প্রকাশনী, ৩৬ বাংলাবাজার, ঢাকা–১১০০। ফোন– ৭১১১৩৩২, ৭১১০০২১। মোবাইল– ০১৮১৯২১৯০২৪] এছাড়া www.rokomari.com থেকে অনলাইনে সরাসরি বইটি সংগ্রহ করা যাবে।...
‘তারও আগে বৃষ্টি নামুক আমাদের বিবেকের মরুভূমিতে- সেখানে মানবতা ফুল হয়ে ফুটুক, আর পরিশুদ্ধ হোক ধরা,হৃদয়ের গ্লানি… (কবিতা:তবুও বৃষ্টি আসুক’) ...
কবি শফিকুল ইসলামের মেঘ ভাঙা রোদ্দুর একটি চমৎকার ব্যতিক্রমী বই । বইটি প্রকাশ করেছেন, আগামী প্রকাশনী।প্রকাশকাল ফেব্রুয়ারী, ২০০৮। প্রচছদ শিল্পী মাসুক হেলাল। বইটি মোট পৃষ্ঠা ৪৮। কাব্যগ্রন্থটিতে মোট ছন্দোবদ্ধ গীতিকবিতা আছে ১১১টি । কবিতায় অন্তমিল ছিল, আছে, এবং থাকবে । এই বিষয়টি কবি শফিকুল ইসলাম তার বোধে ধারণ করেছেন বেশ ভালো করেই। তার প্রমাণ পাওয়া যায় মেঘ ভাঙা রোদ্দুর গীতি কবিতার বইটিতে। ১১১টি গীতি কবিতা স্থান পেয়েছে বইটিতে। সবগুলো লেখাই আধূনিক, চমৎকার শব্দচয়ন । বাহুল্য বর্জিত বক্তব্য। নিখুত অন্তমিল। জীবনের বৈচিত্রময়তা, আশা-নিরাশা, প্রেম-বিরহ, রাগ-অনুরাগ সব কিছুকে ছন্দোময় প্রকাশে তিনি বেশ শক্তিমান লেখকের পরিচয় দিয়েছেন । ...
Los Angeles 2017 Letter to My Parents Contest Award recipients and letters.
Chicago 2017 Letter to My Parents Contest announcement, award recipients, and letters.
Letters from the finalist of the 2017 Letter to My Parents Contest in Hawaii.
2018 Letter to My Parents Contest in Hawaii flier.
Letter announcement for the 2016 Letter to My Parents Contest in Hawaii.
A satire of the internet bride/girlfriend industry, with an unexpected twist of character and emotional development
The kid keeps hanging onto Peter’s—Pete to his friends, if he had any—legs, and he won’t go away. “Daddy, Daddy, when we gonna snack time?” Peter, Pete, Daddy, isn’t having any of it. He’s struggling for air. “I don’t know,” wheeze, “later.” Sigh. “Go get some food from your sister.” “She’s eating all the cheese tubies, says I can’t have none.” “Janie, give Little Robbie something to eat.” Gasp. “Don’t starve your brother, please!”...
A lightly dystopian tale of life after the destruction of most technology.
A band of light torques around her finger and then it drops. The rest flows down from her head and out in all directions—a messy, not- quite halo, hanging far too low, obscuring her otherworldly face....
Recueil de poésie comportant 51 pages.
Extrait : Entre les couleurs terre de Sienne / et noir d'encre / le jour marathonien s'essouffle / nous ravive entre deux néants / nous colle au coeur / puis disparaît / dans la bouche de la nuit / silence on tourne en rond...
Recueil de poésie, 57 pages
(extrait) Entre les pierres / la vie l’aventure / qu’une brise passagère / est venu raccorder / aux désirs répandus / sur les rêves les plus fous ...
Se llama Arantxa y su pelo huele a fresa. Se apellida Tristante y le cuesta demasiado sonreír. Le dicen Araña y su corazón es un puño cubierto de sangre. Arantxa Tristante siente que el miedo resbala sin rumbo a través de sus huesos. No es para menos, pudo arreglárselas fácilmente para ingresar a este demencial lugar, pero tiene bien claro que de entrar a salir hay un trecho largo. La mitad de quienes se encuentran en la oscura tribuna, agolpados a su alrededor, terminarán convertidos en ceniza. Los demás saldrán por donde entraron, triunfantes, bañados en sangre ajena. Araña ha estado en miles de bares y en infinidad de sótanos, algunos nada convencionales para hacerle justicia a la verdad, pero jamás se le pasó por su escarlata cabeza que pudiera existir antro semejante. Vuelve a preguntarse por qué demonios está metida en este bizarro agujero y la única respuesta que encuentra se le antoja trivial. “Por bruta, por ponerme a perseguir aquello a lo que siempre le he huido”. Ha sido ella misma quien ha elegido acomodarse en la línea de fuego, es ella, y nadie más, quien decidió encontrarse frente a frente con esos viejos miedos...
(extrait) Tellement loin tellement proche quand ça fourmille d'habitudes de grimaces entortillées autour du présent ça remonte et ça descend des rivières infinies frôle les astres dans l'immensité du coeur ses musiques d'accords brisés fragments d'un noir soleil répandus sur la peau des fleurs rosée matinale sur le visage toujours révélé par le frisson des pas absents ...
L'édition imprimée comporte 49 pages. L'édition numérique en format Pdf conforme aux textes de l'édition imprimée comporte 45 pages.
Mon langage achève le pays parcouru et ma pensée dégonflée a peur du cri les mains gravées sur la source corps poétique des lieux les plus rares les plus osés et le jour se lève doux comme le geste des yeux ...
Livre de poésie comportant 61 pages.
(extrait) mes mots explosent je leur aménage des espaces particuliers et rien entre les lignes n'est laissé au hasard ils ne pèsent pas lourd dans la mémoire je les apprivoise et je leur propose des organisations de toutes sortes ils s'écrivent comme des enfants blessés mais toujours renouvelés...
An exploration of the vital importance of imagination and experience, as exemplified in the works of William Blake and Jacob Boehme. This paper is based on a lecture given at the Temenos Academy London, and published in the Temenos Academy Review 20 (2017)....
Boehme wrote of his works that ‘a Man’s Reason, without the light of God, cannot come into the Ground [of them], it is impossible, let his wit be ever so high and subtle, it apprehends but as it were the Shadow of it in a Glass’.17 As Blake wrote in Jerusalem, when ‘the Reasoning Power in Man’ is ‘separated/From Imagination,’ it encloses ‘itself as in steel, in a Ratio/Of the Things of Memory’....
This paper (23 pages) is based on a lecture given at the Temenos Academy London, and published in the Temenos Academy Review 20 (2017).
目錄 《一線懸》 《遊子吟》 《無情過客》 《騙》 《想散就散》 《情面》 《終於愛上你》 《寂寞呼叫轉移》 《五月的雨露》 《海神》 《譚嗣同之歌》 《夜飄萍》
何謂古典自由詩派? 就新詩於歌詞的內容與形式關係的看法,談談作者的一些看法: 1)儘管古今中外,文學革命都從「文的形式」解放做起。新文學也是從語言、文字、文體的解放做起,然而自五四新文化運動以來,舊有的古典文學精華逐漸不被世人所注重,文的形式雖然得到解放,然而經不起歷史長河的考驗,劣質的文學語言和網路文學一度衝擊傳統文學,一度使得糟粕文學佔據文學世界的主流,古典自由詩派既兼顧新文學的形式解放,又汲取古典文學中的精華,使二者有機的融合在一起,誕生出了獨特的文體,既所謂的「古典自由派」。 2)古典自由詩派一直沿襲「詩體的大解放」。須「不拘格律,不拘平仄,不拘長短,有甚麼題目,做甚麼詩;詩該怎樣做,就怎樣做。」以語言的「自然的音節」為原則。 3)形式上的束縛使精神不能自由發展,內容不能充份表現。古典自由詩派解除了形式的束縛,將細密的觀察、曲折的理想、細膩的感情用微妙的文字表達出來,同時引經據典吸納古典文學元素、結合網路上流行文化,進行新的創作,包括歌曲的重新填詞,詩歌的創作等等。 古典自由詩派不追求押韻、平仄、對偶等作法;但講求「詩情」、「哲理」、「幻象」,更加注重詩的情節,使得詩歌更具有故事性和機構性,融合進了「玄幻」、「言情」、「懸疑」等短篇網路小說的情節架構,使得詩歌既有抽象部分亦有情節寫實作為鋪墊,在文字使用方面,更加強調字字珠璣,長話短說。...